তামিমের সেঞ্চুরি মিস, রান পাহাড়ে খুলনা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ব্যাটিং তাণ্ডব চালিয়েও শেষপর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন দেশসেরা এই ওপেনার।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের ৩২তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় খুলনা টাইগার্স।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় খুলনা। এরপর ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১০৪ বলে ১৮৪ রানের পাটর্নারশিপ গড়েন তামিম।

তামিম-শাই হোপ দুজনই সেঞ্চুরির পথে ছিলেন। ইনিংসের শেষ ওভারে মোসাদ্দেক হোসেনের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তামিম। সাজঘরে ফেরার আগে ৬১ বলে ১১টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯৫ রান করেন তামিম।

তামিম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে চার বলে এক চার আর এক ছক্কায় ১২ রান করেন আজম খান। শেষ ওভারে পঞ্চম বলে স্ট্রাইক পান শাই হোপ। ৯০ রানে অপরাজিত থাকা ক্যারিবীয় এই তারকা ব্যাটসম্যানকে সেঞ্চুরি পূর্ণ করতে হলে শেষ দুই বলে ১০ রান করতে হতো।

কিন্তু পঞ্চম বলে সিঙ্গেল রান নিয়ে প্রান্ত বদল করেন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৫টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৯১ রানে অপরাজিত থাকেন হোপ। তামিম-হোপের ব্যাটিং তাণ্ডবে ২ উইকেট হারিয়ে ২১০ রান করে খুলনা।