ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে এক ছাত্রলীগ নেতার মাথায় ‘অস্ত্র ঠেকানোর’ পর দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির উপ-সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তারা।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, “হাজী মুহম্মদ মুহসীন হলে তাদের কক্ষে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।”
ছাত্রলীগের মুহসীন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান সানি জানান , মঙ্গলবার বিকালে হল শাখা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজের মাথায় ‘অস্ত্র ঠেকিয়েছিলেন’ তারা।
“রিয়াজ বলেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তার মাথায় অস্ত্র ঠেকিয়েছিল।”
পরে রাত পৌনে ৯টার দিকে হলের ১২৭ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। তুষার পড়েন আইইআর-এ আর আলিফ দর্শনের ছাত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিগত কমিটির উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন তুষার। আর আলিফ ছিলেন উপ অর্থ বিষয়ক সম্পাদক।
‘ইয়াবা বিক্রিতে জড়িত’ থাকার অভিযোগে দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল বলে ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু জানিয়েছেন।
এরপর আলিফকে মুসসীন হল থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানান হল শাখা ছাত্রলীগ নেতা সানি।
তিনি বলেন, “পরে আলিফ হলে এসে তুষারের ১২৭ নম্বর কক্ষে থাকা শুরু করেন। তাদের দুজনের বাড়ি বরিশালে। আলিফের বাড়ি বরিশাল সদর, আর তুষারের বাড়ি বানারীপাড়া উপজেলায়।”