ঢাকা পোস্টের বর্ষসেরা সংবাদকর্মী ফেনীর সাখাওয়াত মিশু

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) একনিষ্ঠ ২০ জনকে বর্ষসেরা কর্মীর স্বীকৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকার প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ১৪ জন আর মফস্বলের ৬ কর্মী পেয়েছেন বর্ষসেরার পুরস্কার।

বর্ষসেরা সংবাদকর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন সহ সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু (সাখাওয়াত মিশু)। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নে। তিনি ২০২১ সাল থেকে যুক্ত আছেন ঢাকা পোস্টের সঙ্গে।

বর্ষসেরা পুরস্কার প্রাপ্তি নিয়ে সাখাওয়াত মিশু বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে প্রিয় কর্মস্থল ঢাকা পোস্ট। প্রতিষ্ঠানের এগিয়ে চলায় কারো অবদান কম নয়। ২০২২ সালের সেরাকর্মীদের তালিকায় স্থান পাওয়া নিঃসন্দেহে আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। এমন স্বীকৃতির জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন, তাদের আগামীতেও আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

২০১৭ সাল থেকে দেশের গণমাধ্যমে কাজ করছেন সাখাওয়াত মিশু। ছাত্রাবস্থায় ফেনীনিউজ ডট কমের মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। তারপর পূর্বপশ্চিমবিডিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছেন রাইজিংবিডি ডট কমেও। সাংবাদিকতার পাশাপাশি ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ও ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সক্রিয় সদস্য তিনি।