ঢাকার গাউছিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

সিপ্লাস ডেস্ক: রাজধানীর বেশিরভাগ মার্কেটেই ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। তাই অধিকাংশ মার্কেটই কমবেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জোন-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গাউছিয়া মার্কেটে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঠিক এ মুহূর্তে রাজধানীর কতটি মার্কেট ঝুঁকিপূর্ণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাটারিবাজার, রাজধানী সুপারমার্কেট, নিউমার্কেট, চকবাজারসহ বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। প্রকৃতপক্ষে সব মার্কেটেই কিছু না কিছু ঝুঁকি রয়েছে। কারণ কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি।তাই আমাদের দৃষ্টিতে বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ করবো যেন মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হয়।

গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সার্বিক বিষয় তিনি বলেন, গাউছিয়া মার্কেটে শুধু ফায়ার সার্ভিস নয় বরং এনএসআই এবং ডিজিএফআই প্রতিনিধিসহ আমরা পরিদর্শন করেছি। একটি সার্ভে করে ফরম ফিলাপ করেছি। আগুন নির্বাপণের জন্য বা দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন এ মার্কেটে তা অপ্রতুল বা পর্যাপ্ত নয়। আমরা এখানে এসেছি নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে। বঙ্গবাজারে আগুনের সঙ্গে এ পরিদর্শনের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে পরিদর্শনে বিদ্যমান ঘাটতিগুলো সমাধানে সুপারিশ দ্রুতই মার্কেট কর্তৃপক্ষ বা নেতাদের কাছে দেওয়া হবে।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আল মাসুদ, গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাসসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top