সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে একাধিক সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ভারতকে চাপে রাখার দারুণ সুযোগ পেয়েও একাধিক ক্যাচ মিসে পথ হারায় স্বাগতিকরা। ভালো হয়নি দলের প্রথম ইনিংসের ব্যাটিংও। ছন্নছাড়া ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ প্রথম ইনিংসেই খুঁইয়ে ফেলে বাংলাদেশ। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় টেস্ট শুরুর অপেক্ষা। বৃহস্পতিবার আবার পাঁচদিনের লড়াইয়ে মাঠে নামছে দুই দল। এবার ভুল করতে চায় না বাংলাদেশ। সুযোগগুলো লুফে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ক্রিকেটারদের।
১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজে জয় তুলে সমতা ফেরাতে চায় বাংলাদেশ। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের জ্বালানি, ‘আমরা জিততে চাই। আমরা ভারতের বিপক্ষে খেলছি না অন্য কারও সঙ্গে, সেটা আসলে আমাদের সাফল্যের পরিকল্পনা স্থির করবে না। আমরা জানি ১৫০ রান করে ম্যাচ জেতা সম্ভব নয়। আমরা দলের ভেতরে জুটির গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলেছি। আমাদেরকে আরও স্থির হতে হবে যেটা আমরা দ্বিতীয় ইনিংসে দেখিয়েছি। আমরা জিততে মুখিয়ে আছি। আমি সহ দলের অনেকেই জয় নিয়ে বাড়ি ফিরে বিলম্বিত ক্রিসমাস পালন করতে চাই।’
চট্টগ্রামে বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে লড়াই করেছে। জাকিরের সেঞ্চুরি ও সাকিবের ৮৪ রানে চতুর্থ ইনিংসে ৩২৪ রান করে বাংলাদেশ। ইনফর্ম লিটন ও অভিজ্ঞ মুশফিক জ্বলে উঠতে না পারলেও ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডোনাল্ডের মতে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, জাকিরের ব্যাটে জবাব দিয়েছে সেটাই হতে পারে ঢাকায় সাফল্যের নীলনকশা। তার ভাষ্য, ‘দ্বিতীয় ইনিংসে আমরা যেভাবে খেলেছি সেটাই হতে পারে সাফল্যের নীলনকশা।’
জাকিরের ব্যাটিংয়ের উদাহরণ দিয়ে তিনি যোগ করেন, ‘আমাদের তরুণ ক্রিকেটার দলের অনেককেই চমকে দিয়েছে। আমি প্রথমবার জাকিরকে দেখেছি। তার মনোভাব, সাহস ও আক্রমণাত্মক মানসিকতা আমার মনে ধরেছে। সে এখানে খেলতে এসেছে এবং সে দেখিয়েছে ভালোমানের বোলারদের বিপক্ষেও সে আগ্রাসী খেলতে পারে।’
প্রথম ইনিংসেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জোর দিলেন ডোনাল্ড, ‘আপনাকে সুযোগগুলো অবশ্যই লুফে নিতে হবে। আপনি টস জিতলেন, যদি ব্যাটিংয়ের সুযোগ পান, ৩৫০-৩৮০ রান করতে হবে। প্রথম ইনিংসের মূল্য কতটা, তা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। উইকেট শুষ্ক। এজন্য আপনাকে অবশ্যই প্রথম ইনিংসে ভালো অবস্থানে থাকতে হবে। প্রথম ইনিংসই আপনাকে টেস্ট ম্যাচের নিয়ন্ত্রণ নিজের কাছে নেওয়ার সুযোগ। আমরা যদি আগে বোলিং করি… আমরা দেখিয়েছি ভারতের বিপক্ষে ৪৮ রানে ৩ উইকেট নেওয়ার পর্যায়ে ছিলাম। আমরা বেশ কিছু কঠিন সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু এ পর্যায়ে আমরা এগুলো হাতছাড়া করতে পারি না।’