ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব

সিপ্লাস ডেস্ক: আগামী ৩০ মে গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সমাবর্তনে যোগ দিতে বাংলাদেশ সফরে আসছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা।

আইইউটির ওয়েবসাইটে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওআইসি মহাসচিব মূলত সমাবর্তনে যোগদানের উদ্দেশে এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এছাড়াও বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের নাগরিকদের দেখতে ওআইসি মহাসচিবের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সম্ভাবনা আছে বলেও কর্মকর্তারা জানান।

এর আগে বাংলাদেশ সফরের কর্মসূচি নিলেও মহাসচিবের শারীরিক অসুস্থতার জন্য সফরটি বাতিল হয়ে যায়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top