ডিবির অভিযান: হার্ট অ্যাটাকে আসামীর মৃত্যু

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযান চলাকালে ‘হার্ট অ্যাটাকে’ মো. নাছির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ২) মধ্য রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পশ্চিম শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, নাছির উদ্দিন অসুস্থতার কথা ডিবি পুলিশকে জানালেও তাতে কর্ণপাত করেননি কর্মকর্তারা। এক পর্যায়ে তাকে জোর করে থানায় নিয়ে যেতে চাইলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওষুধ খেতে চাইলেও তাকে সেটার অনুমতি দেননি সেখানে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা।

মৃতের ছোট ভাই মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমরা পশ্চিম শহীদনগর এলাকার স্থায়ী বাসিন্দা। ফটিকছড়িতে আমরা কোনো সময় ছিলাম না। আমার ভাইয়ের বিরুদ্ধে আগে কয়েকটি মামলা ছিল। এগুলো সমাধান হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে ডিবিসহ ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য বাড়িতে আসেন। তারা এসেই আমার ভাইয়ের বিরুদ্ধে গরু চুরি মামলা আছে বলে জানান। আমার ভাই তাদের অসুস্থতার কথা জানান। কিন্তু তারা তাকে জোর করে ধরে নিয়ে যেতে চেষ্টা করে।

তিনি আরও বলেন এক পর্যায়ে আমার ভাইয়ের মুখ দিয়ে ফেনা বের হয়। তখন তাকে ওষুধও খেতে দেওয়া হয়নি। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে যান। তখন আমরা জোর করে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার আগেই আমার ভাই মারা যান। আমি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করছি।

এদিকে পরিবারের এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।