টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক-তাইজুল

সিপ্লাস ডেস্ক: টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মিডল অর্ডারের এই ব্যাটার টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠেছেন।

এছাড়া তিন ধাপ এগিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ২০-এ ঢুকেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন তিনিও।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে দারুণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। দলকে জয় এনে দিতে প্রথম ইনিংসে তিনি ১২৬ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন। যে কারণে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সুফল পেয়েছেন তিনি।

তাইজুল ইসলাম দুই ইনিংসে নয় উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন তিনি।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস। দুই ধাপ পেছালেও তিনি ১৬তম অবস্থানে আছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা তাইজুল। দ্বিতীয় সেরা সাকিব আল হাসান (২৬)। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনে আছেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top