মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ শপথে টেকনাফে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে মাদক বিরোধী এক সেমিনার অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ ইনর্চাজ পরির্দশক তরুন কুমার রায়।
আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দীন ভুলু প্রমুখ।
এ অনুষ্ঠান পরিচালা করেন উপজেলা সহকারী নুরুল কবির। এর আগে টেকনাফ উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গন থেকে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন করেন। এতে রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।