টানা বৃষ্টিতে পটিয়া পৌরসভার রাস্তাঘাটে হাঁটুপানি

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

পটিয়া প্রতিনিধি: গত তিন -চার দিন একটানা মাঝারি ও ভারী বর্ষণে পটিয়া পৌরসভার অধিকাংশ রাস্তাঘাটে হাঁটুপানি জমেছে।

এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পৌরবাসী সীমাহীন দুর্ভোগে পড়েছেন। পৌর সদরে  অনেক নিচু এলাকার বসতবাড়িতে পানি ঢুকেছে। তৈরি হয়েছে জলাবদ্ধতা।

আজ সোমরার সকাল থেকে মেঘলা ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করলেও বৃষ্টি ছিল না। বেলা একটার পর শুরু হয় মাঝারি ও ভারী বৃষ্টি।টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তা।

সরেজমিন গিয়ে দেখা যায়,পটিয়া পৌরসভার ৫নং ওয়াডে,৪ নং ওয়াড, ৯নং ওয়াড,৮ নং ওয়াড সহ প্রায় সব ওয়াডের রাস্তা সহ বাড়ি ঘর  টানা বৃষ্টিতে ডুবে গেছে । এসব এলাকার অনেক নিচু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

এই বিষয়ে পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন,আমি বৃষ্টির শুরু দিন থেকে আজ পযন্ত পটিয়া পৌরসভা বিভিন্ন ওয়াডে পরিদর্শনে গিয়েছি।বিশেষ করে মরা খালের দুই পাশে যে বাড়ি ঘর গুলো আছে প্রায় সব বাড়ি ঘরের ভিতর পানি টুকেছে।মৃলত পানি উন্নয়ন বোডের অবহেলার কারণে পৌর সদরে জনগন কষ্ট পাচ্ছে।