সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৩তম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে প্রথম ব্যাটিংয়ে আমন্ত্রণ করেছে খুলনা টাইগার্স।
আগে ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে ইনিংস শুরু করে বড় স্কোর গড়ার আভাস দিয়ে ৭ বলে ১২ রানে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৮.২ ওভারের খেলা শেষে ২ উইকেটে হারিয়ে ৭৩ রান। ১৮ ও ০ রানে ব্যাটিং করছেন ইবরাহিম জাদরান ও সাকিব আল হাসান।