টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

সিপ্লাস ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নেপাল। ওই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।   

হিমালয়ের দেশের ক্রিকেটারদের জন্য ম্যাচটা লড়াই করার। এশিয়া কাপে জায়গা পাওয়ার সুবাদে পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে তারা। ওই লড়াইটা করতে চান নেপালের অধিনায়ক রোহিত পাওদার।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘এটা এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ, সকলেই খুব খুশি। নেপালে আমাদের এই ম্যাচ ঘিরে দারুণ উত্তেজনা বিরাজ করছে। আমাদের নেপালও সব দিক থেকে দেখতে এমনই। উইকেট মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো।’

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

নেপালের একাদশ: কুশাল ভুর্টেল, আসিফ শেখ, রোহিত পাওদার, আরিফ শেখ, কুশল মাল্লা, দিপেন্দ্র সিং, গুলশান ঝা, সোমপাল কামি, কারান কেসি, সন্দীপ লামিচানে, ললিত রাজবংশী।

Scroll to Top