সিপ্লাস ডেস্ক: সোমবার (৫ জুলাই) থেকে সমন্বিত উদ্যোগে শুরু হচ্ছে ঢাকার বাণিজ্যিক ভবনে বিশেষ পরিদর্শন। দেখা হবে মার্কেট ও শপিং মলের অগ্নি নিরাপত্তা, কাঠামোগত ঝুঁকি, গ্যাস-বিদ্যুত সংযোগসহ নানা বিষয়।
প্রাথমিকভাবে অভিযানের আওতায় আসছে ১ হাজার ৭২টি মার্কেট-শপিং মল। এজন্য মাঠে নামছে ১১টি দল।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্মকর্তারা জানান, ৪ জুলাই ঢাকার উত্তর ও দক্ষিণে দুটি মার্কেট পরিদর্শন করবে সমন্বিত দল। ৬ নম্বর টিম যাবে গুলশানের পিংক সিটি মার্কেটে। আর ৯ নম্বর দল যাবে গাউছিয়া মার্কেটে।
পরিদর্শন দলে থাকবেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, গ্যাস-বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানসহ ১৪ সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। থাকবেন এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিও। পরিদর্শনের জন্য প্রস্তুত করা হয়েছে ৮২ প্রশ্নের একটি চেকলিস্ট।
কর্মকর্তারা জানান, আতংক তৈরি কিংবা ব্যবসার ক্ষতি করা পরিদর্শনের উদ্দেশ্য নয়। বরং দেশের ভাবমূর্তি উন্নয়নে ব্যবসার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করতে চায় সরকার।
কর্মকর্তারা আরো জানান, পরিদর্শন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাতীয় কমিটির জন্য সুপারিশমালা তৈরি করা হবে। যার আলোকে পরে সংস্কার কার্যক্রম হবে।
হাশেম ফুড কারখানায় আগুনের পর রপ্তানিমুখী খাতের বাইরের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এজন্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় কমিটি।
বিডাকে কলকারখানার নিরাপত্তা ত্রুটি ক্ষতিয়ে দেখার দায়িত্ব দেয় জাতীয় কমিটি। গেল ফেব্রুয়ারিতে ঢাকার বাণিজ্যিক ভবনগুলোকেও পরিদর্শনের আওতায় আনতে বিডাকে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগ।