জেদ্দা-মদিনা রোড়ে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের নিহত ২, আহত ৬

CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সৌদি আরব প্রতিনিধি: জেদ্দা-মদিনায রোড়ে সড়ক দূর্ঘটনায় জেদ্দাস্থ বাংলা স্কুলের চেয়ারম্যান এর বাবাসহ ২ জনের ওমরা হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে ও আহত ৬ জন।

সৌদি আরবের জেদ্দা মদিনা হাইওয়ের ওয়াদি ফারাহ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা ও ভাগিনার বউ মারা গেছেন। এতে আতাউর রহমান মুকুল ও পরিবারের অন্য আরও ছয় জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে মহানবী (স:) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন।মদিনা যাওয়ার ১৫০ কিলোমিটার পূর্বে ওয়াদি ফারাহ নামাক স্থানে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দা প্রবাসী ইলিয়াস জানান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা, ভাগিনা ও ভাগিনা বউ দেশ থেকে ওমরাহ করতে সৌদি আরব আসেন। তাদের নিয়ে সহ পরিবারে মদিনা জিয়ারতে যাচ্ছিলেন।তিনি কিন্ত পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে আঘাত আনলে ঘটনাস্থলে আতাউর রহমান মুকুল এর বাবা আব্দুল মালেক মেম্বার(৭৪) ও ভাগীনা বউ তাসলিমা বেগম(২০) মারা যান। আহত হন চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, স্ত্রী, মেয়ে, ভাগীনা ও শালা।তারা বর্তমানে স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতাল চিকিৎসাধীন।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর মালেক মেম্বার এর বাড়ি।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা দূর্ঘটনা সত্যতা নিশ্চিত করেন।