সিপ্লাস ডেস্ক: নরসিংদী পলাশে আনসার বাহিনীর সদস্যরা জুতা পায়ে শহীদ মিনারে ফটোসেশন করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা, সমালোচনা ও বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা।
জানা যায়, মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে শহীদ মিনারে যান আনসার বাহিনীর ১৫ থেকে ১৭ জন সদস্য। একপর্যায়ে তারা সিঁড়িতে দাড়িয়ে জুতা পায়ে ফটোশেসন শুরু করেন। পরবর্তীতে এ ঘটনার ছবি ফেসবুকে ছড়িয়ে পরে।
এ বিষয়ে নরসিংদীর মুজিব বাহিনীর গ্রুপ কমান্ডার মো. মনিরুল জামান বলেন, ‘আনসার বাহিনীর সদস্যরা দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সেই বাহিনীর কিছু সদস্য আজ শহীদ মিনারের বেদিতে যেভাবে জুতা পায়ে উঠে ফটোশেসন করলেন, সেটা মোটেও ভালো হয়নি।’
তিনি আরও বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা যদি এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ তাদের কাছ থেকে কি শিখবে? একজন মুক্তিযোদ্ধা হিসেবে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
পলাশ উপজেলা আনসার বিডিপির সিনিয়র অফিসার মো. জসিম মউদ্দি চৌধুরী বলেন, ‘শহীদ মিনারে ফুল দিতে আসা মানুষদের সামাল দিতে গিয়ে হয়তো ভুলে ঘটনাটি ঘটতে পারে।’
অভিযোগের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘আনসার বাহিনীর কোনও সদস্য জুতা পায়ে শহীদ মিনারে উঠেননি। আর ফটোশেসনও করেনি।’