জিপিএইচ ইস্পাত ও অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

সিপ্লাস ডেস্ক: জিপিএইচ ইস্পাত এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম এর মধ্যে বুধবার (৩ মে) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।চুক্তি অনুযায়ী জিপিএইচ ইস্পাতের কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবার বিভিন্ন ধরণের স্বাস্থ্য সেবা পাবেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম থেকে।

জিপিএইচ ইস্পাতের চিফ কর্পোরেট রিলেশন অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দিন রাজ এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. এ এন রাও সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।

জিপিএইচ ইস্পাতের চিফ কর্পোরেট রিলেশন অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দিন রাজ বলেন,জিপিএইচ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সুস্বাস্থ্য নিশ্চিত ও দক্ষ মানব সম্পদ উন্নয়ণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের বিশ্বমানের স্বাস্থ্যসেবা জিপিএইচ চট্টগ্রামবাসীর জন্য ব্যাপক সুফল বয়ে আনবে বলে তিনি আশ্বাস করেন।

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. এ.এন রাও বলেন.উপমহাদেশে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের স্বাস্থ্য সেবার সুনাম রয়েছে।রয়েছে। চট্টগ্রামে আমরা বিভিন্ন খাতে দক্ষ কন্সালটেন্ট নিয়োগ করেছি। এ বিশ্বমানের হাসপাতাল রোগীদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধ পরিকর।

এসময় জিপিএইচের মিডিয়া এডভাইজার অভীক ওসমান,হেড অব ট্যালেন্ট অ্যান্ড ডেভেলশেন্ট অতনু গুপ্ত  এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মানস মজুমদার এবং হেলাল উদ্দিন অনুষ্ঠান উপস্থিত ছিলেন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top