জাহাঙ্গীর করিম নামে প্রথম এক বাংলাদেশী হজ্ব যাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে চলতি বছরে পবিত্র হজ্ব পালন করতে এসে মোঃ জাহাঙ্গীর কবির নামে প্রথম এক বাংলাদেশি হজ্ব যাত্রীর মৃত্যু হয়েছে।

গত ১১ জুন মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ হজ্ব যাত্রীর মৃত্যু হয়।

সৌদিআরব : হজ্ব২০২২” প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু।

চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. জাহাঙ্গীর কবির (৫৯) মারা গেছেন। ১১ জুন মক্কায় তার মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর: A01012228।