জার্মানির হ্যালে শহরে বন্দুকধারীর হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হলেও এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। অন্য অপরাধীদের আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের একজন ওই দুই ব্যক্তিকে গুলি করে। অন্যদিকে হামলাকারীর এক সহযোগী গ্রেনেড নিক্ষেপ করে। এরপরই দ্রুত গাড়িতে করে পালিয়ে যান তিনি। হামলার ঘটনার পর থেকেই পুরো শহরটিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। হামলাকারী পলাতক থাকায় স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।