সিপ্লাস ডেস্ক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার এক সেন্টিমিটার, পুরোনো ব্রহ্মপুত্র নদীর পানি ৩২১ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া যমুনার পানি বিপদৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জামালপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা মোবাইলফোনে গণমাধ্যমকে বলেন, এখনো পানি বিপদৎসীমার নিচেই রয়েছে। তবুও উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। কৃষকের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে থাকবেন।