রাঙামাটি প্রতিনিধি: মহান স্বাধীনতার স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চার শতাধিক এতিম দুঃস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি কোতয়ালী থানার মাঠ প্রাঙ্গণে এ খাবার বিতরণ করেন রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম-বার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সাবিক) মারুফ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার, শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকেল) মোঃ জাহেদুল ইসলাম’স উপস্থিত ছিলেন।