সিপ্লাস ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। নির্বাচনের আগে যারাই সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে।
শনিবার দুপুরে মহানগরের রিকাবীবাজারে সিলেট পুলিশ লাইন্সে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, নির্বাচন কমিশন নির্দেশিত দায়িত্ব যথাযথভাবে পালনে প্রস্তুত রয়েছে পুলিশ। সিটি নির্বাচনসহ সব ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদা প্রস্তুত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। তার নির্দেশে সব জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ সচেষ্ট রয়েছে।
গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপারে আইজিপি বলেন, নির্বাচনের আগে সব অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। এছাড়া ঘটে যাওয়া এসব বিষয়ের তদন্তও অব্যাহত রয়েছে পুলিশের।
সিলেটসহ সারা দেশের পর্যটন খাত বিকশিত হচ্ছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, আগের চেয়ে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রী ট্যুরিস্ট পুলিশ করেছে। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা ও সক্ষমতা আরও বাড়ানো হবে।
আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। আমাদের সেই জনবল, প্রশিক্ষণ রয়েছে। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচনের সময় ইলেকশন কমিশন যে দায়িত্ব দেবেন বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব পালন করবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জ ডিআইজি শাহ নিজাম মো. শাফিউর রহমান, এসএমপি কমিশনার ইলিয়াছ শরীফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে আইজিপি জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সিলেট বিভাগের সব থানার ওসির সঙ্গে মতবিনিময় করেন আইজিপি।