রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য জসিম উদ্দিন তালুকদার।
বুধবার (৬ মে) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে সদস্য সচিব পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অভিভাবক প্রতিনিধি পদে খোরশেদ আলম, আলমগীর হোসেন, মীর গোলাম মোস্তফা বাবুল ও ফজলুল কাদের এবং ফুলমালা’কে সংরক্ষিত মহিলা প্রতিনিধি করা হয়েছে।
এছাড়াও শিক্ষক প্রতিনিধি হিসেবে মঈনুল ইসলাম মাহমুদ ও আজিজুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে শুকলা রাণী শীলকে নির্বাচিত করা হয়।