‘চড়’ খেয়ে ওমর সানিকে পিস্তল ঠেকালেন জায়েদ খান

তবে ডিপজল ঘটনাটি অস্বীকার করে বলেছেন, ‘একটি বিয়ের অনুষ্ঠানে কেউ পিস্তল নিয়ে ঢুকে যাবে! এতই সহজ। সবাইকে চেক করিয়ে অনুষ্ঠানে প্রবেশ করানো হয়েছিল।'

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকির অভিযোগ উঠেছে সহ-অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে। তবে এই ঘটনাকে মিথ্যা দাবি করেছেন জায়েদ। পুরো ঘটনাটি ঘটেছে আরেক ঢালিউড খল-অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে।

শুক্রবার (১১ জুন) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরে জায়েদ খান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‌’এটা পুরো ভিত্তিহীন একটি খবর। আমাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। এমন কোনো কিছু হয়নি যা একটি মিথ্যা সংবাদের জন্ম দিতে পারে।’

কয়েকদিন ধরেই নাকি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীকে জায়েদ খান উত্যক্ত এবং অসম্মান করে আসছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে সেদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জায়েদ খানকে চড় মেরে বসেন ওমর সানী।

পরে এ ঘটনা বড় আকার ধারণ করে।

এদিকে এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ। কোনো বিষয়ে সত্যটা না জেনে খবর প্রকাশ খুবই দুঃখজনক। যা কিছু রটেছে তার কোনোকিছুই ঘটেনি।’

ডিপজল বলেন, ‌’একটি বিয়ের অনুষ্ঠানে কেউ পিস্তল নিয়ে ঢুকে যাবে! এতই সহজ। সবাইকে চেক করিয়ে অনুষ্ঠানে প্রবেশ করানো হয়েছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। এ নিয়ে যা প্রকাশ হয়েছে তা পুরোটাই ভিত্তিহীন।’

তবে ঘটনার সত্যতা জানতে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।