চেমসফোর্ডে ‍বৃষ্টি, বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ সাময়িক বন্ধ

সিপ্লাস ডেস্ক: চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নামা আয়ারল্যান্ডের তিন উইকেট নিয়ে চাপে রেখেছে বাংলাদেশ। এরপর শুরু হয়েছে বৃষ্টি।

আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা হ্যারি টেক্টর ২১ রান করেছেন। তার সঙ্গী লরকান টাকার।

এর আগে ওপেনার পল র্স্টালিং ১০ বলে ১৫ রান করে শরিফুলের বলে ফিরেছেন। অধিনায়ক আন্দ্রে বালবির্নিকে বোল্ড করেছেন পেসার হাসান মাহমুদ।অন্য ওপেনার স্টিফেন দোহানি ১৭ রান করে তাইজুলের বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন।

এর আগে বাংলাদেশকে আড়াইশ’ ছোঁয়া পুঁজি এনে দেওয়ার পথে মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেছেন। নাজমুল শান্তর ব্যাট থেকে আসে ৪৪ রান। এছাড়া তাওহীদ হৃদয় ও মেহেদি মিরাজ ২৭ করে রান যোগ করেছেন।

বাংলাদেশকে আয়ত্বের মধ্যে আটকাতে জসুয়া লিটিল ১০ ওভারে ৬১ রান দিয়ে নেন তিন উইকেট। অন্য পেসার মার্ক এডায়ার ১০ ওভারে ৪৪ রান দিয়ে দুটি ও পেসার হিউম ১০ ওভারে মাত্র ৩২ রান তুলে নেন দুই উইকেট।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top