চুলা, সিলিন্ডারের দাম বাড়তি নেওয়াই জরিমানা

নিজস্ব প্রতিবেদক: গ্যাস সংকটের সুযোগে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করা এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইনডাকশন চুলাসহ প্রয়োজনীয় সামগ্রী বিক্রির অপরাধে ৫ দোকানীকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (১৫ মে) সকাল ১১ টার দিকে নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে একটি টিম।

অভিযানে নগরের লাভ লেনের হাবিব ট্রেডার্সে অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা, এনায়েত বাজার মোড়ে যেএস ট্রেডিংকে ২০ হাজার টাকা এবং আরিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নগরের গোলাম রসুল মার্কেটে ইনডাকশন চুলা ও রাইস কুকারের দাম বেশী রাখায় দুই দোকানের মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত গণমাধ্যমকে বলেন, গ্যাস সংকটের সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে রাইস কুকার, ইনডাকশন চুলা ও ইনফ্রারেড চুলা বিক্রি করছে। অভিযোগ পেয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ দোকানীকে ৪১ হাজার টাকা নিয়ে আদায় করা হয়েছে। সেই সঙ্গে সকলকে সর্তক করা হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top