চুয়াডাঙ্গায় ফের তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪১ ডিগ্রি

সিপ্লাস ডেস্ক: গত মাসে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ ডিগ্রি পার হয়েছিল। মাঝে কদিন তাপমাত্রা কমলেও জেলার ওপর দিয়ে ফের তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে।

সোমবার (৮ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিল চলতি মৌসুমে একদিন সর্বোচ্চ এবং আরেকদিন ২য় সর্বোচ্চ তাপমাত্রা। আজ আবার জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে।

চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আইনুল হক গণমাধ্যমকে বলেন, গত মাসে রমজানে তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে পড়েছিল। মাঝে কয়েকদিন তাপমাত্রা কম হলেও আবার গরমের তীব্রতা শুরু হয়েছে। রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না।

শহরের রিকশাচালক আইনাল হক গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন গরম কম ছিল। দুদিন ধরে আবার বাড়ছে। এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে রিকশা চালানো মুশকিল হয়ে যাবে। যদিও রাস্তাঘাটে মানুষ কম, গরম বাড়লে লোকজন খুব একটা বের হন না।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা কি না তা সন্ধ্যা ৬টার পর জানা যাবে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top