আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা চাতরী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি জগন্নাথ সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মল্লিককের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিজুষ দত্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রনধির দত্ত, বিশ্ব নাথ সেন, নিধর বরণ সেন, নিতাই দে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রতন সেন, প্রবীব পাল, রনধীর দাশ, রগু নাথ সরকার, বিধান দাশ, সজল দাশ, উত্তম দাশ, শুভাশীষ সেন, লক্ষীন্দর মল্লিক, অনন্ত দাশ, অরুন মল্লিক, ইউপি সদস্য মিরা দত্ত, হিমাংশু নাথ, চন্দ্রন নাথ, মুন্না সেন প্রমূখ।
সভা শেষে সব ইউনিয়ন কমিটির সদস্যদের সর্ব সম্মতিক্রমে জগন্নাথ সেনকে সভাপতি ও লিটন মল্লিককে সাধারণ সম্পাদক নির্বাচিত কওে ৪১ বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করে।
সভায় পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।