চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ২ দালাল আটক

শফি ও প্রদীপ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে আরও দুই দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

তারা হলেন- মো. শফি (৪০), প্রদীপ সেন (৪৭)। তারা নগরীর লাজ ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই দালালকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।