কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের উদ্যোগে প্রাণী সম্পদ বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার (৮ জুন) সকালে হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এতে গ্রাম উন্নয়ন ও নারী দলের ৩২ জন সদস্য অংশ নেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী।