চন্দ্রঘোনায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সহায়তা

ছবি: চন্দ্রঘোনায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  চলমান ভারী বৃষ্টিতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে পাহাড় ধসে অন্তত ১৬টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ রয়েছেন আরও কয়েক শতাধিক পরিবার। তাদের নিরাপদে সরিয়ে নেয়ার কার্যক্রম চালাচ্ছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর।

সোমবার (২০ জুন) সকালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পিয়াজ, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন ইমু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মনিরা চৌধুরী শিমু, ছাত্রলীগ নেতা দেবাশীষ পাল দেবু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।