চন্দনাইশ বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশের বরকল আব্দুল হাই- আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ‍্যালয়ের ২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, কৃতি সম্মাননা ক্রেষ্ট  ও খুরশিদ সুলতানা কৃতিবৃত্তি প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আকতার, বিশিষ্ট সমাজসেবক ইয়াসিন চৌধুরী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ , চট্টগ্রাম মহসিন কলেজের অধ্যাপিকা আইরিন সুলতানা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশের কর্ণধার। তারা শিক্ষিত হয়ে দেশ,এলাকা, পিতা-মাতা তথা বিদ্যালয়ের গৌরব বয়ে আনবে। সে লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের লেখা পড়া করার আহবান জানান তিনি । তিনি আরো বলেন, শুধু বই পুস্তুকের শিক্ষায় শিক্ষিত হলে হবে না সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার খুবই প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  তোমাদেরকে ভাল করে পড়াশুনা করে ভাল ফলাফল অর্জন করে স্কুলের ভাবমূর্তি উজ্জল  করতে হবে। শুধু সাধারণ শিক্ষা নয়, বিশেষায়িত শিক্ষা দানের জন্য প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থা রাখা উচিত। তিনি আরও বলেন, এই বিদ‍্যালয়ের জন‍্য অতীতের ন‍্যায় ভবিষ্যতেও আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব‍্যাহত থাকবে। বিদ‍্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াহেদ মাহফুজ বলেন, আমার বাবা এতদঞ্চলের প্রবীন উচ্চ শিক্ষিত ব‍্যক্তি ছিলেন।

আমি বাবার স্মৃতি রক্ষার্থে এলাকার  শিক্ষার্থীদের জন‍্য এই স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। আজ এই স্কুল থেকে শিক্ষার্জন করে অনেকে দেশে বিদেশে এলাকার সুনাম অর্জন করতেছেন, তাতেই আমি গর্বিত।