চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার এর বদলিজনিত বিদায় সংবর্ধনা এক নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও উপজেলার সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাপলা খাতুন, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন, শিক্ষক পরিষদের সম্পাদক ছড়াকার ও কবি শাহজাহান আজাদ, সিনিয়র শিক্ষক মিসেস মিতা বড়ুয়া, বাবু রনজিত কুমার দে, বিজন চক্রবর্তী, মনোজিৎ দাশ, গাছবাড়িয়া খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোঃ সাইফুদ্দিন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আমিনউল্লাহ টিপু, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী সদস্য মোক্তার আহমদ, সংগঠক জুবায়ের হোসেন রিয়াজ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, চন্দনাইশের উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার যে ভূমিকা রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। তিনি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তাঁর কর্মগুণের কারণে চন্দনাইশ উপজেলাবাসী তাঁকে আজীবন মনে রাখবে। তিনি মিডিয়া বান্ধব ও সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণের সাথে সাথে চন্দনাইশবাসীর প্রকৃত সুখ-দু:খের বন্ধুও ছিলেন।
এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার তাঁর বক্তব্যে বলেন, নিজের দায়িত্ব সঠিক ভাবে পালনসহ জনগণের বন্ধু হয়ে কাজ করলেই কাজে সফলতা আসবে। তাই প্রশাসন-মিডিয়া একের অপরের সহযোগিতায় এগিয়ে আসলে সব ধরনের অনিয়ম রোধ সম্ভব এবং সব সময় তিনি একে অপরের সহায়তার মাধ্যমে ঐতিহ্যবাহী চন্দনাইশকে এগিয়ে নেওয়ার আহবান জানান ।
প্রসঙ্গত, গত ২০২২ সালের ৭ এপ্রিল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নাছরীন আক্তার যোগদান করেন। তিনি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন।