চন্দনাইশ তালুকদারপাড়া জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশ তালুকদারপাড়া জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া  ৯নং ওয়ার্ডের মধ্যম তালুকদার পাড়া শাহী জামেয়া মাসজিদের মাঠ প্রাঙ্গণে তালুকদার পাড়া এলাকাবাসী উদ্যোগে আওলিয়ায়ে কেরাম এর ফাতিহা ও মুরব্বীদের ইছালে সাওয়াব উপলক্ষে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী)।

তালুকদার পাড়া শাহী জামে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম হিরু ‘র সভাপতিত্বে জামে মাসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন (মাঃ জিঃআঃ) সঞালনায় মাহফিলে উদ্বোধক চন্দনাইশ উপজেলার প্যানেল চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকী, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, জনাব আবু আহমেদ চৌধুরী জুনু,

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের বারীয়া দরবার শরীফ নায়েবে সাজ্জাদানশীল, শায়খ সৈয়দ মোকাররম বারী (মাঃজিঃআঃ),বিশেষ আলোচক ছিলেন গাছবাড়িয়া গাউসুল আযম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ তাওফিক ইলাহী কাদেরী (মাঃজিঃআঃ)।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার কর অফিসার  মোহাম্মদ আজম খাঁন, গুলশান লেক ভিউ ডাইরেক্টর, মোহাম্মদ শহিদুল ইসলাম (ভূবন),পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর লোকমান হাকিম, এসময় আরো উপস্থিত সেচ্ছাসেবক দলের মুহাম্মদ হেলাল হাসান,মুহাম্মদ বাহাদুর, মুহাম্মদ শহিদুল ইসলাম,মুহাম্মদ মাসূদুল ইসলাম, মুহাম্মদ মানিক,মুহাম্মদ রুকন,মুহাম্মদ জহির মুহাম্মদ খোকন মুহাম্মদ জুবাইদ, আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।