চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সারাদেশে বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র রুখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বর্ধিত সভা স্থানীয় বাদামতল মাছুমা কনভেনশন সেন্টারে আজ বিকালে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপর বিশেষ গুরুত্ব রেখে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর।

চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ এস এম মুছা তসলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ড. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও চন্দনাইশ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরিদুল আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মু. বেলাল হোসেন মিঠু, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী কায়সার,সদস্য আবু নাঈম মো: মিনহাজ উদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। দেশের বাইরে অবস্থান করা বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর তাদের প্রবাসে দীর্ঘদিন কাটাতে হয়। আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।

এসব কর্মসূচি থেকে সামনের দিনগুলোতে সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top