চন্দনাইশ উপজেলায় ৩১ ইটভাটার মধ্যে অবৈধ ২৫

চন্দনাইশ উপজেলায় ৩১ টি বৈধ ও অবৈধ ইট ভাটার তালিক তৈরি করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন বিএইচআরএফ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলায় ৩১ টি বৈধ ও অবৈধ ইট ভাটার তালিক তৈরি করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন বিএইচআরএফ।

রবিবার (৫ মার্চ) এ ইটভাটার তালিকা প্রকাশ করা হয়েছে। তারমধ্যে ২৫ টি অবৈধ ইট ভাটা ও ৬ টি বৈধ ইট ভাটার নাম প্রকাশ করা রয়েছে।

চন্দননাইশের অবৈধ ইট ভাটা গুলো হলো মেসার্স আহমদ এন্ড ব্রাদার্স, মেসার্স কাশেম বিক্স ম্যানু, মেসার্স শাহসুফি ব্রিক্স ম্যানু, মেসার্স মরিয়ম ব্রিক্স ম্যানু, মেসার্স বিসমিল্লাহ বিক্স ম্যানু, মেসার্স আমিনুল হক এন্ড মোঃ আলী ব্রিক্স ম্যানু, মেসার্স ন্যাশনাল ব্রিক্স ম্যানু, মেসার্স জে এম সি ব্রিক্স ম্যানু, মেসার্স খাজা ব্রিক্স ম্যানু, মেসার্স শাহ আমানত ব্রিক্স ম্যানু, মেসার্স শাহ জোহাদীয়া ব্রিক্স ম্যানু, মেসার্স রহমানিয়া ব্রিক্স ম্যানু, মেসার্স চৌধুরী ব্রিক্স ম্যানু, মেসার্স কাঞ্চননগর ব্রিক্স ম্যানু, এম এইচ ওয়াই ব্রিক্স ম্যানু, মেসার্স ফোর বি এম ব্রিক্স ম্যানু, মেসার্স শাহ আমানত ব্রিক্স ম্যানু, মেসার্স রহিম ব্রিক্স ম্যানু, মেসার্স শাহ আলী রজা ব্রিক্স ম্যানু, মেসার্স এ আর ব্রিক্স ম্যানু,  মেসার্স এ বি এম ব্রিক্স ম্যানু, মেসার্স থ্রী বি এম ব্রিক্স ম্যানু, হাসিপুরের এ আর ব্রিক্স ম্যানু, মেসার্স নিউ আলী শাহ ব্রিক্স ম্যানু, মেসার্স এ এইচ ব্রিক্স ম্যানু, মেসার্স আব্দুল কাদের জিলানী রহঃ ব্রিক্স ম্যানু।

তাছাড়া পরিবেশ ছাড়পত্র আছে এমন বৈধ ইট ভাটা গুলো হলো চন্দনাইশের মেসার্স সাতবাড়িয়া ব্রিক্স ম্যানু, হাসিমপুরের মেসার্স বিসমিল্লাহ ব্রিক্স ম্যানু, মেসার্স বার আউলিয়া ব্রিক্স ম্যানু, মেসার্স খাজা ব্রিক্স ম্যানু, মেসার্স আলী শাহ ব্রিক্স ম্যানু,মেসার্স খাজা ব্রিক্স ম্যানু।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও বৈধ ইটভাটা গুলো কি বাস্তবিক দিক থেকে অবৈধগুলোর মতো কার্যক্রম চালাচ্ছে কিনা এ বিষয়ে বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট জিয়া আহসান হাবীব বলেন পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইট ভাটা গুলো যতো দ্রুত সম্ভব উচ্ছেদ করা হবে এবং পাশাপাশি বৈধ ইটভাটাগুলো প্রশাসনের তদারকিতে রাখা হোক এমনটাই চাওয়া সকলের।