চন্দনাইশ প্রতিনধিঃ চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা অভিনব কায়দায় বাঁশের টুকরীর ভিতর লুকিয়ে পাচার কালে মো মঈনু উদ্দিন (২৭) নামের এক যুবককে আটক করেছে ।
আজ বুধবার (২২জুন) সকালে পুলিশ উপজেলার উত্তর গাছবাড়িয়া সড়কের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই সময় তার ব্যবহত চলন্ত বাসে থাকা বাশের টুকরি তল্লাশি করে অভিনব কায়দার টুকরির ভিতর লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মঈনুইাদ্দন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কাজী বাড়ী এলাকার তাজুল ইসলামের ছেলে।
এই বিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, চন্দনাইশ থানা পুলিশের নিয়মিত অভিযানে এস আই খালেকুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।