চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সাহরিয়া ইপ্তি তাসিব (১৩) ২৭ দিন ধরে নিখোঁজ।
এঘটনায় ওই ছাত্রের মা নুরুন নাহার বেগম বাদী হয়ে চন্দনাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৩০৬/১৯ নিখোঁজ সাকিব চন্দনাইশ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া দেয়াং পাড়া এলাকার মৃত নুরুন নবীর পুত্র।
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি তাসিব। পরে সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়ে সন্ধান না পেয়ে গত ৮ সেপ্টেম্বর চন্দনাইশ থানায় ওই ছাত্রের মা জিডি করেন।
নিখোঁজ ছাত্র তাসিবের মা নুরুন নাহার জানান, তাসিবের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বা,আনুমানিক ৫ফুট লম্বা, পরনে ছিলো রঙ্গিন একটি টি-শার্ট।”
নিখোঁজ তাসিবের সন্ধান পেলে ০১৯১০-০৭৩৫৬৮ নাম্বারে অবহিত করার অনুরোধ জানান তিনি।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী বলেন, ”জিডি পাওয়ার পর নিখোঁজ ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ওই ছাত্রকে উদ্ধারের জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নিচ্ছি। বিষয়টি তদন্ত করার জন্য তাৎক্ষণিকভাবে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।