চন্দনাইশে ২২ বছরের যুবক কর্তৃক ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

অভিযুক্ত ধর্ষক মো: আজাদুল ইসলাম সাব্বির (২২)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ৮০ বছরের এক বৃদ্ধাকে ২২ বছর বয়সী এক যুবক কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহিলার পুত্রবধূ খালেদা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শয্যাশায়ী ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ফিরোজা খাতুন (৮০) কে জোরপূর্বক ধর্ষণ করে,বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশী কুলসুমা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। কুলসুমার চিৎকার শুনি পুত্রবধূ খালেদা বেগম দৌড়ে এসে উভয়ে মিলে আসামিকে আটকানোর চেষ্টা করলে ও আসামি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আসামি মো: আজাদুল ইসলাম সাব্বির (২২), উপজেলার চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ হারলা এলাকের নুরুল আলমের ছেলে।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন জানান ঘটনা সত্যতা নিশ্চিত করে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।