চন্দনাইশে ২টি চোরাই মোবাইলসহ ২ জন চোর আটক

চন্দনাইশে ২টি চোরাই মোবাইলসহ আটক মোঃ নুরুল আলম (২৩) এবং আব্দুল আলীম (৩০)
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় মোবাইল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জুন) ভোরে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভা এলাকায় ২টি চোরাই মোবাইল সেটসহ তাদের গ্রেফতার করে দোহাজারী তদন্ত পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, দোহাজারী পৌরসভা উল্লাপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ নুরুল আলম (২৩) ও সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠঘর এলাকার মৃত আঃ সালামের ছেলে আব্দুল আলম প্রঃ আব্দুল আলীম (৩০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, বুধবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।