চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী বিদ্যালয়ে এস এস সি ২০২২ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ৬ষ্ঠ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেয়া হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বাবু প্রণব কুমার বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতবাড়ীয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যাপক নুরুল শরীফ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মিলাদ ও দোয়া শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।