চন্দনাইশে সাংবাদিককে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনায় ২ আসামী গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে এক সাংবাদিককে পিটিয়ে দোতলা থেকে ফেলে দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দোহাজারী এলাকার আব্দুল মোনাফের ছেলে মো. আলাউদ্দীন (৩৫) ও পূর্ব দোহাজারী এলাকার আবদুল ছবুরের ছেলে মো. ফারুক (২৬)।

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর কমলাপুর এলাকার সর্দার পাড়ার একটি কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গত ৪ এপ্রিল বিকেল ৩টায় আইয়ুব মিয়াজী নামে এক স্থানীয় সাংবাদিককে তার দোকানে দুস্কৃতিকারীরা পিটিয়ে দোতলা থেকে নিচে রাস্তায় ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে আহত সাংবাদিকের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাজধানীর কমলাপুর এলাকার সর্দার পাড়ার একটি কলোনি থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top