চন্দনাইশে সমাজসেবক মোহাম্মদ শরীয়ত উল্লাহ ইন্তেকাল

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ’র পিতা সমাজসেবক মোহাম্মদ শরীয়ত উল্লাহ রোববার (১২ জুন) বিকেল ৩টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৭ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১২ জুন) রাত ১০ টায় সাতবাড়ীয়া বহরমপাড়া গায়েবী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মুহাম্মদ মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক জেলা নাজির মোহাম্মদ জামাল উদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন চৌধুরী, সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রতন বড়ুয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।