চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে সড়ক বিভাগের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলার দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন হাজারী মার্কেট চত্বরে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তনের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিগ কমিটির সহ-সভাপতি আলী আকবর, আব্দুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য আব্দুস শুক্কুর, নাছির উদ্দিন বাবলু, নবাব আলী, লোকমান হাকিম, ওসমান আলী ভুট্ট, ফয়সাল মনছুর, এ.কে.এম. বাদশা, বিষ্ণুযশা চক্রবর্ত্তী প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের উপ-শহর দোহাজারীর অতীত সরকারের আমলে দক্ষিণ চট্টগ্রাম বাসীর দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মধ্যস্থানে দোহাজারী সড়ক বিভাগ প্রতিষ্ঠিত করে। দোহাজারী সড়ক বিভাগের অধীনে সড়কের যাবতীয় কর্মকান্ড সুষ্ঠভাবে পরিচালিত হলেও একটি মহল ষড়যন্ত্রমূলক দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে দক্ষিণ জেলা সড়ক বিভাগ করার ষড়যন্ত্রে মেতে উঠে। গত ১৭ এপ্রিল উপ-সচিব শের মাহাবুব মুরাদের স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সড়ক পরিবহন ও সেতু বিভাগ দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ নামকরণ করে এই মর্মে প্রজ্ঞাপনজারী করে। বিষয়টি দোহাজারীসহ দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে দক্ষিণ জেলার বাসিন্দারা একটি মহলের এই ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ফুঁসে উটে। এরই প্রতিবাদে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহয়ের কুষ্পুত্বালিকা দাহ করেন, সড়ক ভবনের সামনে অবরোধ করেন ও একটি বিক্ষোভ মিছিল দোহাজারী সড়ক অফিস পর্যন্ত পদক্ষিণ করে পূণরায় দোহাজারী সদরে ফিরে আসেন।