চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় কাঞ্চননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিদ্যুৎতের তারে স্পর্শকৃত কাঁটাতার জড়িয়ে একটি গরুও মরে গেছে।
শনিবার (১৩ মে) সকাল এগারোটায় উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রৌশনহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রের নাম মোহাম্মদ হাসান (২০)। তিনি কাঞ্চননগর গ্রামের দীঘিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। বিজিসি স্কুল এন্ড কলেজ এর দ্বাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ হাসান (২০) গরুকে ঘাস খাওয়ানোর জন্য বের হয়েছিলেন। রৌশনহাট বাজারের পূর্বপাশে মদিনা এভিনিউ মার্কেটের পাশে নুরুল আফছার চেয়ারম্যানের ক্রয়কৃত জমির চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরাও সাথে সিরাজ সওদাগর বাড়ি থেকে বিদ্যুৎ লাইন কাঁটাতার স্পর্শ করে দোকানে নেন। কাঁটাতারের সাথে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে মোহাম্মদ হাসান (২০) বিদ্যুতের তারে জড়িয়ে যান।
স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই ঘটনায় গরুটিও প্রাণ হারায়।