চন্দনাইশে বাবার সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে বাবার সাথে মোবাইল নিয়ে অভিমান করে ঝর্ণা (১৮) নামের এক যুবতী  আত্মহত্যা করেছে।

রবিবার (১৯ জুন) সকাল ৮ ঘটিকার সময় উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ড মাষ্টার ঘোনা মোস্তাফা সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার দিন রবিবার সকাল ৮ ঘটিকায় ঝর্ণা (১৮) ঘুম থেকে উঠে বিছানায় মোবাইল খুজে না পেয়ে তার বাবা মোস্তাফা সওদাগরকে মোবাইলের কথা জিজ্ঞাসা করে। তার বাবা মোস্তাফা সওদাগর তার মোবাইল হারিয়ে যাওয়ায় ঝর্ণার মোবাইল নিয়ে বিভিন্ন জনের সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলছে জানাই। এতে ঝর্ণা ক্ষিপ্ত হয়ে বাবার সাথে ঝগড়া করে। পরে ঝর্নার বাবা বাড়ি থেকে বাইরে চলে গেলে মা পুকুরে পানি আনতে যায়। এ সময় ক্ষোভে-রাগে বাবার সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ভিমের সাথে গলার ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

এ সময় ঝর্ণার মা বাড়িতে এসে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে মেয়ের এ অবস্থা দেখে চিৎকার করলে পাশ্ববর্তীরা দৌড়ে এসে ঝর্ণাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন। ঝর্ণা (১৮) উপজেলার দোহাজারীর পৌরসভাস্থ ৮ নং ওয়ার্ডের মোস্তফা সওদাগরের কন্যা বলে জানা যায়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।