চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে ভিটে বাড়ি জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ দু‘পক্ষের অনেকদিন যাবত বিরোধ চলে আসছিল। জানা যায় উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাইমাদারী নিদাগের পাড়ার মফজল আহমদ ও মোহাম্মদ কাশেম গংদের সাথে একই এলাকার মোহাম্মদ মারুফ মিয়া, পিতা: মো: এয়াকুবের ভিটা বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধের কারণে এই দু’পক্ষের মধ্যে সময় অসময় ঝগড়া বিবাদ ও গালাগালের মত ঘটনা অহরহ ঘটে আসছিল। ঘটনায় বিরোধের জের ধরে সব সময় মফজল আহমদ গং ও কাসেম গং, মারুফ গংদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানায়োট, ভিত্তিহীন মামলায় জড়ানোর অপচেষ্টায় লিপ্ত থাকে এবং মারুফ গংদের প্রাণে মারার হুমকি দে।
এসবের পরিপ্রেক্ষিতে স্থানীয় বরকল ইউনিয়নের চেয়ারম্যানের নিকট এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বিভিন্ন সময় মারুফ গং প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও চেয়ারম্যানের গ্রাম আদালতে ও ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় খবর দিয়ে ডাকলেও মফজল আহমদ ও মো: কাশেম গং আইনের প্রতি কোনরূপ তোয়াক্ষা না করে থানা ও বরকল ইউনিয়ন পরিষদে হাজির হন নাই। যতটুকু তথ্য পাওয়া যায় ০৮/১০/২০২২ইং তারিখে বরকল ইউনিয়ন এবং ০৪/০২/২০২৩ইং খ্রিষ্টাব্দে থানায় ১) মো: কাসেম (৪২), ২) মফজল আহমদ (৬৫), উভয় পিতা মৃত জেবর মুল্লুক, ০৩) মাওলানা তৈয়ব (৩৭), ৪) মাওলানা তাহের (৩১) উভয় পিতা মৃত মাওলানা তালেব উল্লাহ, কানাইমাদারী চন্দনাইশ, চট্টগ্রাম।
তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । এগুলোর চলমান অবস্থায়, সম্প্রতি পক্ষদ্বয়ের যোগসাজসে সৈয়দ মিয়ার পানের দোকান, কাশেম এর লাকড়ীর ঘরে কে বা কারা, আগুন দিলে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট কাল্পনিক ভাবে মামলা হামলা দিয়ে হয়রানী করার জন্য অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে।
এসব বিরুদ্ধে জের ধরে ভবিষ্যতে আরো বেশি অত্যাচার অনাচার ব্যবিচার আমাদের পরিবারের উপর চালাতে পারে এই আশঙ্কায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার গাছবাড়ীয়া খাঁনহাটের একটি রেস্টুরেন্টে সকালে মো: মারুফ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এতে সংবাদ সম্মেলনে স্থানীয় জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করেন মো: মারুফ সংবাদ সম্মেলনে মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উপস্থিত সাংবাদিক ভাইদের নিকট মিথ্যা অপপ্রচার এবং হয়রানী মূলক মামলা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন সহ ন্যায় বিচার চেয়েছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন মো: মারুফ, উপস্থিত ছিলেন মো: মারুফের পিতা মো: এয়াকুব, এনামুল হক, নাছির উদ্দীন, আরফাত প্রমুখ।