চন্দনাইশে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্ণামেট ফাইনাল সম্পন্ন

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১জুলাই) বিকেলে চন্দনাইশ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বালিকা দলে সাতবাড়ীয়া হাছনদন্ডী সরকারি প্রাথমিকবিদ্যালয় ও দোহজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় মুখোমুখি হয়। এতে ৪০ মিনিটের খেলায় গোল শুন্য ড্র হলে ট্রাইবেকারে দোহাজারী ৩ হাছনদন্ডী সরকারি প্রাথমিকবিদ্যালয় ২দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।বালক দলে ও দোহজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় এতে,৪-১ গোলে চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্ট শেষে শানজিদা জাফর পপির সঞ্চালনায় উপজেলা নির্বাহীকর্মকর্তা ইউএনও নাছরীন আকতার এর  সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মহিউদ্দিন,গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী,  আওয়ামীলীগ নেতা মাষ্টার আহসান ফারুক প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, সহকারী হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এড খোরশেদ বিন ইসহাক, আ’লীগ নেতা আমজাদুল হক চৌধুরী দুলাল, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী,চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মুছা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, কমিশনার নুরুল ইসলাম চৌধুরী (বাচা) সাইফুল ইসলাম প্রমুখ।