চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে অভিনব কায়দায় পাচার কালে তিন লাখ পনের হাজার টাকার ইয়াবা সহ রাসেল (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ।
শনিবার ( ১১ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তি তে চন্দনাইশ থানার এস আই মো হাসান সঙ্গীয় অফিসার ফোঁস নিয়ে উপজেলার উত্তর গাছবাড়ীয়া সড়কের উপর অভিযান চালিয়ে তাকে আটক করে ।
এসময় তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় দা এর কাঠের হাতলের ভিতর সাদা পলিতিন পেছিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ১০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য (৩.১৫০০০)তিন লাখ পনের হাজার টাকা। আটককৃত রাশেল চাঁদ পুর জেলার মতলব থানার দক্ষিণ বারাগাও হাশিমপুরের পাশে মো জসীম উদ্দিন এর ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয় টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধ এস আই বাদী হয়ে মাদক আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাকে আগামী কাল রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।