চন্দনাইশ প্রতিনিধি: শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ছিলেন প্রকৃত সমাজ সংস্কারক। চন্দনাইশের শিক্ষা প্রসারে অনন্য দৃষ্টান্ত রেখেছেন আবদুল ওয়াহেদ মাস্টার, তাঁর নীতি নৈতিকতা আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছে। আমৃত্যু তিনি ছিলেন মানবহিতৈষী । আদর্শ ও শিক্ষিত সমৃদ্ধ সমাজ বিনির্মানে আমাদের প্রয়াত নেতা ওয়াহেদ মাস্টার ছিলেন চির সংগ্রামী । তিনি স্কুল শিক্ষক হয়ে একটি হাই স্কুল একটি প্রাইমারি স্কুল প্রতিষ্টা করে শিক্ষা প্রসারে চন্দনাইশে অনন্য নজির স্থাপন করেছেন। চন্দনাইশ আওয়ামী পরিবারের দুঃসময়ে ওয়াহেদ মাস্টার ও তাঁর প্রতিষ্টিত খানদীঘি হাইস্কুল ছিল একমাত্র আশ্রয়স্থল।
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, খানদীঘি হাইস্কুল ও পূর্ব সাতবাড়িয়া প্রাইমারি স্কুলের প্রতিষ্টাতা, খ্যাতিমান শিক্ষাবিদ আবদুল ওয়াহেদ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও স্মৃতিচারণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় চট্রগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগ সভাপতি ( ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী উল্লেখিত কথা বলেন।
প্রধান আলোচক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন, চন্দনাইশের ওয়াহেদ মাস্টার নীতি নৈতিকতার এক উজ্জ্বল তারকা। তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক স্বর্নোজ্জল নাম।
আলোচক ছিলেন দক্ষিন জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ আংগুর, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর , সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহুর ।
সভাপতিত্ব করেন মরহুম ওয়াহেদ মাস্টারের সুযোগ্য সন্তান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্কুলদ্বয়ের প্রধান শিক্ষক মৌলনা কামাল উদ্দিন ও জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সদস্য এড. নাছির উদ্দিন, জাকের হোসেন চৌধুরী , বেলাল হোসেন মিঠু ও শাহাদাত নবী খোকা, স্কুল কমিটির সদস্য নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদীন। আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম, দিদারুল হক দস্তগীর, যুবলীগ নেতা আবদুর রহিম, লোকমান হাকিম, আনছারুল হক,কৃষ্ণ চক্রবর্তী,আবদুর রহমান, আ ন ম হাসান চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম ও সাধারন সম্পাদক মারজাদুল ইসলাম আরমান প্রমূখসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।