
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরের সংরক্ষিত পাহাড়ের মধ্যে নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে ২৫ থেকে ৩০টি ইটভাটা। এসব ইটভাটার অধিকাংশরই নেই বৈধতা।
রবিবার (মার্চ ১২) সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় অভিযানে নামে উপজেলা প্রশাসন।
এসময় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর সহায়তায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়িদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে এস.এ.বি ও এন.বি.এম নামে দুটি ইটভাটাকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেন।
অথচ বিগত ১লা মার্চ জেলা প্রশাসকদের নিকট জারিকৃত সরকারি পরিপত্রে অগ্রাধিকার ভিত্তিতে অধিক ক্ষতিকর অবৈধ ইটভাটা গুলো উচ্ছেদ করার নির্দেশ দেয়া হয়েছিল। স্থানীয় প্রশাসন পাহাড় পরিবেশ ধ্বংসকারী অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদের কোন উদ্যোগ না নিয়ে জরিমানার মাধ্যমে এক প্রকার বৈধতা দিচ্ছে বলে মনে করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কাছে জানতে চাইলে তিনি নিজেকে ছোট অফিসার দাবি করে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।